ফুল বলেনা কখনো তোমায় ভালোবাসি
তবু রূপ রস গন্ধে তার প্রেমের রসে ভাসি,
এমন প্রেম সত্য নিস্কলঙ্ক সুন্দর স্বর্গীয়
দেহ আর মুখের প্রেম সত্য হয়না প্রিয় ।
তরুর ছায়া বিমল মায়া,মায়ের মতো স্নেহ
পত্র পুস্প ফুলে ভরে,কাষ্ঠ হলে,কিনা গড়ে দেহ,
অবলা তরু যেন ধরায় সৎপুরুষের আধার
তরুর প্রেমে মজলে জীবন সপ্ত সিন্ধু পার।
রোদে পুরে ছায়া দেয় সেযে সকলের তরে
গাছের শাখায় তরুর তলে কত জীবন ধরে
তরু চায়না কিছু করো কাছে নাইকো অহংকার
এমন পরোপকারী ধরণীতে পাবে কোথায় আর ।