আমি তোমার ছোট্ট শিশু
তোমার স্নেহ ভালোবাসি
তোমার কোলে শুয়ে মাগো
দেখবো শুধু তোমার হাসি।
আমায় ছেড়ে কোথায় গেলে
আসবো বলে সেদিন হেসে
কোথায় গেলে পাবো তোমায়
খুঁজবো তোমায় কোন দেশে ?
কেমন করে থাকবো মাগে
তুমি নেই এমন দেশে
কেমন করে খাবো ক্ষীর ননী
তোমায় ছেড়ে হেসে হেসে?
কে আমায় ডাকবে মাগো
কাছে নিয়ে আদর করে
জন্ম থেকেই ডাকতে মোরে
আমার প্রিয় নামটি ধরে।
তোমায় দেখতে না পেলে
আমার ভীষণ হতো ভয়
সারা বাড়ি মাথায় করে
কান্না জুড়ে খুজতাম তোমায়।
মনে পরে যায় বিকেল বেলায়
থাকত তুমি বকুল তলায় বসে
ছোট্ট আমি খেলে ধুলোয় গড়াগড়ি
বাতাস এসে খেলতো তোমার কেশে ,
এখন আধার এলে রাত্রি হলে
যখন আমি যাই ঘুমের দেশে
তখন তুমি একা চুপিচুপি এসে
মাথার কাছে থাকো সুধু বসে ;
তোমার স্নেহের মধুর গন্ধ
লেগে থাকে চোখে মুখে কেশে,
ভোর হলেই তুমি ফিরে যাও
যখন আকাশেতে সূর্য ওঠে হেসে।
অনেক ভেবে ভাবছি এবার
নালিশ করবো গিয়ে ঠাকুর ঘরে
কেন আমার মাকে কেড়ে নিলে
পাইনা কেন মাকে আগের মতন করে ।