বারে বারে মনে পরে
পুরানো দিনের কথা
শৈশবের কত স্মৃতি
কত আনন্দ ব্যাথা,
সময় সমানে বয়ে যায়
পিছু ফিরে না তাকায়
বারে বারে সুধু আসে ফিরে
মনের মাঝে স্মৃতির খেয়ায়।
শৌশবের নির্মল জীবন
আত্মীয় সখা পরিজন
আনন্দ কোলাহল কত
মনে পরে স্বপনের মতো,
জীবনের দিনগুলি যেন
চলে যায় কালের খেয়ায়
কাউকে না বলে যায় চলে
সবার অজান্ত কালের খেয়ায়।
উঠানের ফুল বাগানের
ফুলগুলি আজো চোখে ভাসে
ফুলের গন্ধ ভরে থাকে
আমার ঘরের আসে পাশে ,
খুকুমনি সখি ছিল
খোকাবাবু প্রাণের সখা
বড়ো হয়ে কোথায় তারা
আর নাইযে কারো দেখা।
আছে তারা যায়নি হারিয়ে
আছে সুধু মনের পাতায়
যেমন দিন গেলে ফুল ঝরে যায়
তবু গন্ধ বাতাসে ভেসে বেড়ায় ।