যার লাগি চির বিরহিনী মন
জনম জনম ধরি খুঁজিয়া ফিরি
কতনা রূপে কতনা জীবন ।
মনজলে পঞ্চ কামিনী ফলে
জ্বলিতে শুধু আশার অনলে
সুখ রাজকুমার ফিরে আসেনা তার
শুধু বাহী তরী চাওয়ার সাগর পার ,
মিলিলোনা দেখা জনম জনম।
দুরাশা মরিলেও হয়না শেষ
চক্রাবর্তন শুরু ধরিয়া অবশেষ
কেমনে মিলিবে সেই মায়ার কুমার
মনোকামিনী যার লাগি নিতি বাধে হার ;
চিরবিরহি রয়ে গেনু কতনা জনম।
মরুতৃণমূল বারিবিনে শত দলনে অনিৰ্মূল
চির বিরহিনী মরণ পারের পারিজাত ফুল ,
অনন্তকাল অনিমেষ কেবলি সেই চয়ন
তার লাগি মন মেলিয়া অনিমেষ নয়ন।
আছে কি এমন সোনার স্বর্গ পাওয়ার
করিবে অন্ত অনন্ত কালের চাওয়ার ?
বিরহিনী হিয়ারে হবেনা বহিতে আশাবাহী মন।