যদি  ঘুম ভেঙে, প্রভাতে না উঠি জেগে,  
      যদি  না খোলে আঁখি,উষার আলো লেগে,
      যদি  কূজন , না পশে কর্ণের  কুহর
      যদি  ফুটেফুল , না ভাঙ্গায়  ঘুমঘোর
      যদি বাতাস এলে,না দেখি আঁখি মেলে
      যদি সুবাস, না ভাঙে  ঘুমআঁখিপাশ
      যদি অলিগুঞ্জন ,না মুছে ঘুমাঞ্জন
      যদি আকাশ, না নেয় মোরে বাহুপাশ
      যদি নদকলতান না ভাঙে  শয়ান
      যদি বনলতা, না শোনালো প্রেমগাঁথা
      যদি মুকুল ,ডাকতে মোরে করে ভুল
      যদি ভালবাসিয়া বলতে নারে হিয়া
      যদি নিশিশেষে ,না পারি বলতে হেসে    
      যদি চাও, শুনবে ,স্পন্দিত  ফুলবাসে ।
                          ( সনেট ১৪ মাত্রা)