যদি কোনোদিন ঘুম ভেঙে প্রভাতে না উঠি জেগে
যদি না খোলে আঁখিপাতা দুটি উষার আলো লেগে
যদি ভোরের পাখির কূজন না পশে মোর কর্ণ কুহর
যদি সুন্দর কুসুম না ভাঙ্গায় নিঝুম রাতের ঘুমঘোর
যদি শীতল বাতাস নয়নে খেলে না দেয় আঁখি মেলে
যদি মধুর সুবাস না দেয় ভাঙ্গায়ে নিশিঘুমআঁখিপাস
যদি চপল অলির গুঞ্জন মোছাতে না পারে ঘুমঅঞ্জন
যদি সুনীল আকাশ ভাঙ্গায়ে ঘুম না নেয় মোরে বাহুপাশ
যদি নদীনির মর্মর কলগান না ভাঙ্গায় নিশির শয়ান
যদি প্রিয় মাধবীলতা না ভাঙ্গায় ঘুম শোনাতে প্রেমগাঁথা
যদি শাখার মুকুল ডাকিতে মোরে নিশিভোরে করে ভুল
যদি না পারে বোঝাতে হিয়া আমি খুশি তোমারে ভালবাসিয়া
যদি হৃদয়ের কথা বলিতে না পারি হেসে জীবনের নিশিশেষে
যদি তুমি চাও শুনিতে স্পন্দিবে সেইকথা ঊষার কুসুমবাসে ।