উৎসছিন্ন না হয় যদি
বৃক্ষের মূল
যদিবা যায় শুকাইয়া সব
শাখার মুকুল ,
বারি সিঞ্চনে নব উত্থানে
ফুটিবে নিশ্চই ফুল ।
যদিবা হারায়েছে সব জীবন পথে
করিয়া ভুল
কিন্তু যদি না হইয়াছে ছিন্ন তব
জীবনের মূল,
সততা উত্তমনিষ্ঠা আর
উদ্দমের মুকুল,
আসিবে ফিরিয়া সকলি তোমার
হইয়া সুখের ফুল।
ভনয়ে প্রভাতে অখ্যাত কবি
গুণীজনকথা
কঠিন ক্ষনে আসিলে স্মরণে
পড়িও মম কবিতা।