জানিনা কেমনে বোঝাবো তোমারে
  যদি তুমি বুঝিতে না পারো মোরে ।
   অনেক কথা  বলিলেও মুখে
       সব কিছু যে বলা যায় না ,
লিখিয়ে দিলেও কথার বয়ানে  
        হয় না লেখা সব ভাবনা ,
   হৃদয়ের কথা হৃদয়ের ব্যথা    
        সুধু রয়ে যায় মনের গভীরে।
যদি বুঝিতে চাও সকল কথা
  মনের গভীরের সকল ব্যথা  
   মনে মনে যাও মিশে একান্তে  
  হৃদয়ে  হৃদয় দিয়ে সেই গভীরে।