ভাবছি জীবনটা কি শুধুই মিথ্যা
শুধুই কি একটা মস্ত বড়ো ভুল ?
এতো কিছু করে সারা জীবন ধরে-
দুঃখ পেয়ে ভাবি জীবনটাই যেন ভুল ;
আর এত কিছু করে এসে-
যা কিছু পাই জীবনের শেষে-
সব কিছুই কি সেই ভুলের মাসুল ।
শুন্য হতে এসেছি সবাই
আবার শুন্যে ফিরে যাবো ,
তবুও সারা জীবন হিসেব করি
আর কত কিছু যে পাবো।
যদিও শুন্য কিন্তু তুচ্ছ নয়
একের পিঠে দিলে দশ হয়।
একের সাথে শুন্যের গুণিতক-
শুন্য হয়ে যায়- কিন্তু ভগ্নাংশ-
অসীম অনন্তেও হয়না বিলোয় ,
তাই শূন্য কিন্তু শূন্য নয় —
এক বড়ো আশ্চর্য আশয় ,
তাই তো শুন্যে জীবন পূর্ণ হয়
যদি থাকে সাথে এক মহাশয়।