জীবন যেন শুধু একটাই
নিঃশ্বাসের গল্প
আর মৃত্যু হচ্ছে যেন তারই
শেষ এক বিন্দু :
ছোট বড়ো হলেও নেই তফাৎ
যেমন খুব অল্প
বা অনেক নিলেও জল
অপরিবর্তিত সিন্ধু।
হওনা তুমি মহান পুরুষ
প্রতাপশালী রাজা
মহান কীর্তির অধিকারী
কিবা সাধারণ প্রজা ;
বিন্দুতে এসে এক হয়ে মেশে
সেখানেই ইতি
শুন্যতে যেথায় সব মিশে যায়
জীবনের সিঙ্গুলারিটি।