কারে বলে জীবন
কেন বেঁচে আছি
একি শুধু আশা ?
আজ বসে আছি যা চেয়ে
কাল হয়তো যাবো পেয়ে
জীবন কি শুধু এই ভরসা ?
সুখী যারা বলে জীবন সুখময়
যেন স্বপ্ন মাখা নেশা
দুঃখীজন বলে জীবন সংগ্রাম
যেন দুঃস্বপ্ন দুরাশা।
নদীর স্রোতের প্রায়
সময় বহিয়া যায়
নাই তার কোন অবসান ,
সুখ দুঃখের দোলাচলে
আশা নিরাশার কপিকলে
জীবন চির চলমান।
7/4/24