কিদিয়ে পূজিবো তোমারে বল
জীবন নির্যাস মম প্রাণ সলিল ।
বিশ্ব চরাচরে অন্তরে অন্তরে
জীবন উৎস বিলাস ভূধরে
প্রতিকণায় স্পন্দন তোমারই
বিপুলে বিসুক্ষে অথবা জড়ে ।
বনফুল নয় নহে বনমালা
নহে ধূপধূম প্রদীপ জ্বালা
পূজাপচার তব হে বিধি বিমল
হৃদয় আনন্ত প্রেম ইচ্ছা অনল।