যা কিছু করেছি জীবনে
নগন্য অর্থহীন অতি
নয়তো যা কিছু করেছি
সবই অগতির গতি ।
এই পৃথিবীতে অস্তিত্বটাই
যেন বিরাট বোঝা
পথ হেটেও বোঝা যায় না
কোনটা সরল সোজা।
জানিনা এই জীবনের পথ
আরো কত বাকি
আগামীতে কুসুমাকীর্ণ কিনা
কিবা আরো কঠিন নাকি।
যেমনি হোকনা কেন
জীবনের এটাই শপথ
এগিয়ে যাবো নিরন্তর
হোকনা যতই কঠিন পথ।