হেলায় ভেসে যায় তরী মানব জীবনের
ভুলে যেয়োনা তুমি শ্রেষ্ঠ এই ভুবনের।
পৃথিবীতে মানব জীবন মহা অমূল্য ধন
একবার গেলে প্রাণ ফেরেনা জীবন।
জন্ম নেওয়া এই মানবের দেহে
কোটি জনমের সাধনার ফল
গুন্ জ্ঞান আছে যত ধরণীর অমৃত
যদি পারো আহরিতে জীবন সফল।
বাড়ে না আয়ু কমে যায় ধীরে ধীরে
বাঁচার সময় ক্ষয় হয় ভঙ্গুর দেহের কুটিরে ,
এক মুহূর্ত করোনা নষ্ট পাবেনা কষ্ট
যাবে ফিরে যবে শাশ্বত নীড়ে বিদায় বেলায়।