শোনো বলছি তোমারে কাল রাতের নিশুতি আঁধারে
অতল ঘুমের ঘোরে অচেতন মোর মনটির সিঁড়ি ধরে
                 ঘুরে এলাম সীমাহীন ,
সেখানে যেন ইচ্ছার জোছনায় সবকিছুই ভেসে যায়
মনের সব মুকুল বিনাঘাতে চকিতেই হয়ে যায় ফুল
                  বাধাহীন অন্ত বিহীন।
চেনা অচেনার ভিড়ে সবাই সীমাহীন আপন ভাবনার নীড়ে
ক্ষনিকের দেখা শুধু অনুভবে তবু সেই ছোঁয়া হৃদয়ে রবে
                  সুবাসের মতো সুন্দর ,
বেনু বীণে বাঁশি বাজে সেথা বিনা ভেবে আসে মনে গাঁথা
শশীহীন মেঘে জোছনার আলো প্রিয়বিনে তবু লাগে ভালো
               উষা বীণেযেথা হয় ভোর।                
কারে যেন এলাম দেখে ঘুম ঘুম আধো আধো মুদিত চোখে
কেযেন হেসে গেলো সুগন্ধ আলোর বাতাসে ভেসে গেলো
                    মিশে যায় শুন্যতায়
  মধুর বাণী দিয়ে যায় গোপনে ফুটিয়ে ফুল আপনি মনের বনে
ভালোবাসা বুকের ওপর দিয়েছে ফেলে চেয়ে আছে পাপরি মেলে
            নিতে গিয়ে হাতে ঘুম ভেঙে যায়।