আনন্দ কুসুম ফোটে
     বসন্তের বনে বনে
ফাগুনের ফল্গু ছোটে
   পলাশের অগ্নি বনে।
বসন্তের মধুর হাওয়া
   বহে আজি বনে বনে
শাখে শাখে ফুলে ফুলে
   ধরনীর কোনে কোনে।
মধুর লাগি উড়িছে পিক
  গাহিছে কোকিল কুঞ্জে
  উদ্বেল হিয়া ওঠে গাহিয়া  
    ফাগুনের ভরা নিকুঞ্জে।
মধুর বসন্তের সুরভ লাগে
  হৃদয়ে আজ মধুর দোল
মধু মাধবে আনন্দের ভবে
     খুশিতে হিয়া উত্তল।