এমন দিনে এস প্রিয় তুমি
যবে একই সুরে হৃদয় জুড়ে
বাজবে তোমার মঙ্গল আগমনী ||
যেমন প্রখর বৈশাখী তৃষ্ণায়
আকাশ পানে চেয়ে রয় ধরনী
তৃপ্ত হতে চায় প্রবল বরিষণে
হতে চায় শ্যামল শীতল সান্দিপনী ,
এমন দিনে এস প্রিয় তুমি ।।
যখন কিছু আর রবেনা চাওয়ার
রবে আশা শুধু তোমারে পাওয়ার
তোমার তরে আমার সকল ভাবনারে
গাঁথি মালা নব প্রেম উপচারে
রটিব নিশিদিন তব প্রেমকাহিনী
আঁখিজলে ভাসি হয়ে চির বিরহিনী ,
এমন দিনে এস প্রিয় তুমি।।
8/4/24