মাঠে মাঠে সোনালী ধানের ঘ্রান
গাছের পাতায় ঘাসের মাথায়
শীতল শিশির ছুঁয়ে ছুঁয়ে যায় ,
                       এলোরে অঘ্রান;
সকালের শিশির সিক্ত শিউলি
ভরে দেয় গাছে গাছে অন্জলি
হিমের পরশে জুড়ায় মন প্রাণ ,
                        এলোরে অঘ্রান;
রজনীগন্ধার গন্ধে জাগে যামিনী
শাখে শাখে মল্লিকা মধুর কামিনী
শীতল বাতাসে মেশায় মধুর ঘ্রান ,
                       এলোরে অঘ্রান;
মাথার 'পরে ওই নীল নব ঘনে
জোছনা ছড়ায় যায় শশীর কিরণে      
ধরণীতে আজ নব আনন্দ গান ,
                         এলোরে অঘ্রান;
ক্ষুধার অন্ন বুনেছিল যারা ক্লেশে
ধরণী ফিরাবে ঘরে সেই দান হেসে
    এই সুভ নবান্নে কাটা হবে ধান,
                   এলোরে অঘ্রান;