কেন লেখো কবিতা কবি
     অন্ধ ঘরের কোনে
তোমার লেখা পড়ে আলো
     জ্বলবে কার মনে?
নিজের ঘরে আধার ভরে
   চোখের আলো দিয়ে
সবার তরে আলোর পথ
  লিখছো ব্যাথা নিয়ে;
যেজন খোঁজেনা মনের গহনে
   আপন মনের কথা
কেমন করে বুঝবে সেযে
  কবির মনের ব্যাথা?
যেদিন সবাই ভাববে বসে
    অন্ধ মনের কোনে
কিসের লাগি ঘুরছি সবাই
   অশেষ আশার বনে,
সেদিন সবাই তোমার মতোই
       অন্ধ ঘরের কোনে
লিখবে কবিতা অন্তহীন কত
      একলা মনে মনে।