বড়ো এক লাগে প্রিয়তম
যেন অনন্ত অবারিত অন্ধকারে
অসীম আকাশ শশী তাঁরাহীন
চেয়ে থাকি একা অজানা সিন্ধুপারে।
এই ধরণীতে মানবের
আনন্দ কোলাহল
যেন এক মায়াবীর
মরু মায়াজাল ,
ক্ষনিকেই হয় শেষ
বেদনার আঁখিজলে ,
কোথায় হারিয়ে যায়
অদেখা অচেনার অতলে।
যেমন ঊষার আলোয়
মনোরম শীতল বাতাস
জীবন মধ্যাহ্নের দাবদাহে
করে হাহুতাশ ,
এ জগতে চিরদিন হায়
কিছুই না রয় ,
ভোরের আগে শিউলির মতো
আধারেই ঝরে যায়।
কে এলো কেবা গেলো
মায়াবীর রাজে
নেই খোঁজ নেই চিহ্ন
কাহারো কাছে।
মহাবিশ্বে ক্ষুদ্রতম বুদ্বুদের মতো
শুধু বসে থাকি
আপনারে লয়ে জন্মজন্মান্তর
আমি একাকী।