আমায় একটু একা থাকতে দাও-
এতো শুধু চোখের নয় ,মনের দেখা-
বিসন্নতা নয়, এ এক নীরব সুখ ,
যা ভোগ করা যায় ,কেবল একা।
যদি একটু চোখের জলে মনটাকে
শুধু ভিজিয়ে নিতে পারি অনন্যা ,
তাতেই ভেসে ওঠে একে একে-
ভাবনার সব আকাশ কুসুম বন্যা ।
নীরব ক্রন্দন নয় যেমনটা ভাবছো-
রাগ বেদনা অভিমান লুকিয়ে কান্না ,
এমনও নয়-নিঃসঙ্গের নির্মম লাঞ্ছনা-
এক পরম সুখ তুমি বুঝ্তে পারবেনা;
যাকে ভোগ করা যায় পরম তৃপ্তিতে
সুধুই একা ,বুঝ্বেনা তুমি  অনন্যা।
কখনো তোমাকে উপেক্ষা করে নয়
তোমাকে এড়িয়ে যাওয়ার জন্য নয়
মনের মাঝে এ এক অতল ভাবনা
মনের স্বঅয়স্যুত লৌহ পদ চারণা।
এ এক সরল সুযোগ যে গ্রহণ করে
নিজেকে ভালোবাসতে শেখে একা,
সবের মাঝে আছে যে সরল সূত্র-
যেটা নিরস চোখেই সুধু যায় দেখা।
শুধু বেঁচে থাকাটাই কেবল সুখ নয়,
আবার সুখের জন্যই সুধু  বাঁচা -
আমি অতি সরল যাকে বলে বোকা
তাই সুখের চোখে জল ফেলি একা।
বাঁচার সহজ পথকে কঠিন করে
বিনা পারিতোষিকে কত কষ্ট পাই-
সেই সুখ নেই আমার এই জীবনে,,,
তাই চোখের জলে সুখের সাধ মেটাই ।