শুধু এক নিঃশ্বাসের জীবনরে তোর
এক ঋতুরই বাসা
দেহের ভিতর পালে পক্ষী পরিযায়ী
রক্ত মাংশে ঠাসা।
হয়না তার প্রেম কাহারো সাথে
চায়না কারো ভলোবাসা।
সময় হলেই যায় ফিরে রয়না বসে
পুরাতে কারো আশা।
চায়না জানতে মন কেমনে আসে পাখি
কেমনে যায় ফিরে ,
উড়ে গেলে শরীর হবেযে মাটির ঢেলা
ভাববি আর কিরে ?
গুরু কাছে গোপন বিদ্যা বাধা আছে
আর কারো নাইতো জানা
সময় কালেই চরণ ছুঁয়ে চতুর গিয়ে শেখে
বাকি সবার মানা।