অন্তরের বিন্যাস সময়ের ঝরে
হোকনা যতই কঠিন প্রস্তরের মতো;
বজ্র কঠিন হীরেরমালাও ঝরে পরে
শত টুকরাতে তৈরী হয়েছিল যত।
রূপ সৌন্দর্য ধুসর মলিন হয়
যৌবন রবি যবে ডুবে যায় ;
ধন সম্পদ সঞ্চয় জীবন যৌবন ,
কালস্রোত নিমেষে করেযে হরণ ।
পরমা রুপসী নারী যৌবনবতী
লাস্যময়ী নদীর ন্যায় বেগবতী ;
বৃদ্ধা বেশে জীবন যৌবন শেষে ,
গৃহকোণে আশ্রয় লয় পাংশু কেশে।
আষাঢ়ে যে নদী তান্ডব করে
ভাঙ্গে ঘরবাড়ি গাছ পালা বন :
চৈত্রের নিদাঘে সেই নদীর গর্ভে ,
জলাভাবে ভরে কদর্য কর্দম।
ভীমগতি যার রণে,মহাবলী বীর
সময়ের ভারে হয় শান্ত সুধীর
কম্পিত হাত স্খলিত মুখের গ্রাস
মার্জার যেন,ভীতু একদিনের ত্রাস।
মনে রেখো আজকের সুদিন
সুখের সুর রইবেনা চিরদিন ,
তেমনি রবেনা দুখঃ বেদনা
থাকবেনা হয়ে ম্রিয়মান, চিরমলিন।