দূর হতে যেন মনে হয় শান্ত ওই সুতল অতল অসীম সিন্ধু
নভ নিচোল যেন এসে ধরাতল  হয়ে আছে সুনীল বারিবিন্দু ,
তারি মাঝে ঘন ঘন গর্জন  চঞ্চল উর্মির উচ্ছাসপতন
কখনো যায় না বোঝা দূর হতে তরণীও অস্থির সিন্ধু স্রোতে।  
তেমনি মনে হয় দূর হতে     এই ধরণীর মানব জীবন  
যেন শান্ত রাতের সুখের স্বপন  শুধু সুখমাখা প্রিয়সঙ্গ যাপন,
সাজানো বাগানে জীবনের কিশলয়ে শুধু আছে সুখের মুকুল
নিতি নব আশে সুখের সুবাসে ফুটে ওঠে শুধু আনন্দের ফুল।
জীবন সিন্ধু আরো অসীম অতল  কত আছে অজানা চোরা স্রোতদল
কুটিল স্রোতের অতল মনি  শত সহস্র উর্মিস্রোতের ফনি
বিষাদ সংঘাত উত্তাল সংকুল  ক্লিষ্ট কীর্ণ জীবনে আনে শত শত ভুল    
জীবনেরে করে দেয় ঝঞ্ঝাময় ডুবে যায় একে একে সাধের সুখতরণী।