সুখের ক্ষনে আসে মনে
সেই দুঃখেরই কথা
হৃদয় পাতে যার আঘাতে
লেগেছিলো যে ব্যাথা ;
পথ চলাতে শক্তি হয়ে
ছিল সখার মতো ,
দুঃখ শুধু বেদনা নয়
সবাই ভাবি যত।
শান্ত শীতল নয়তো চোখের জল
নয়তো হৃদয়ের মৃদু উষ্ণ অনল
এই শুস্ক ভবে যতদিন বেদনা রবে
পাওয়ার তৃস্না জাগাবে দুঃখের বাদল।