বলমা তোর চরণ কি দিয়ে মেলে
খুশি হবি মা তুই আমার কি পেলে।
সারা জনম করে পুজো অর্চনা
মা আমার কিছুইতো হলো না
আমি আছি আগেরই মতো
অবোধ মূর্খ ধরে অবিদ্যা যত ,
আমার তো মা কিছুই ঘুচলোনা।
ফুল চন্দন আর গঙ্গা জলে
মিললোনাত কিছুই তপানলে
এবার তোর পূজা করবো মা
কেবল দিয়ে চোখের জলে,
দেখবো এবার কেমন করে
রাখিস ফেলে আমায় দূরে
নিত্য রঙ্গিনী মা আমায় পুত্র বলে
তুলে নিবি কবে নিত্য সুখের কোলে ?