জগতের প্রিয় চির নবীন কিশোর
       নাজানি কবে বেজেছিল বেনু তব,
       সেই সুরে জগৎ আজো প্রেম বিভোর।  
       কত রজনী কত জোছনার মায়াবী আলো
        কত মধুর সন্ধ্যা মধুর বসন্ত চলে গেলো,
       আজো শাখে ফোটে ফুল তোমার পথ চেয়ে
        কুসুম কূঞ্জে মধুপ গুঞ্জে তবে গান গেয়ে ;                
           হৃদিবৃন্দাবন খোঁজে কোথা তুমি চিত চকর।
   যেপথে বেজেছিল নুপুর তব কমল পায়
   আকুল হৃদয় খুজিতে আজো সেপথে ধায়,
   যে সুরভিত মলয় ছুঁয়ে ছুঁয়ে যেত হেসে
    তব বসন চরণ কপোল চঞ্চল কেশে,
      ধুলাতে লুটায়ে কাঁদে কোথা সেই ননী চোর।  
  চুপি চুপি কেযেন ধরায় আজো বলে যায়
  হৃদয়ে প্রেম হয়ে  আজো আছো তুমি শ্যামরায়
  যতদিন রবে জীব আকাশ বাতাস রজোরেণু
   মানব হৃদয়ে বাজিবে তোমার মনহারি প্রেম বেণু
                জগতে রবে তুমি হয়ে চির চিত চোর।