ছোট বড়ো যা' কিছু গড়ি
আগে ভেবে তার পরে করি
হঠাৎ কিছুই হয়না ধরণীতে
ভাবনাই রূপ নেয় যা চাই গড়িতে ।
বৃষ্টি নামে আকাশের মেঘ হতে
সচকিত হই হঠাৎ বজ্রপাতে
তবু সেতো হয়না শুন্য হতে
হয় অদৃশ্যকণার তীব্র সংঘাতে ;
তেমনি বিশ্ব জগৎ হয়নি সৃষ্টি
শূন্য হতে কার ইচ্ছা হিনা
যেমন কোনো কিছু হয়না সৃষ্টি
কোনো মনের ইচ্ছা বিনা।
এ জগৎ হয়নি সৃষ্টি কোনোভাবে
শুধু বিশাল শুন্য হতে
যদি না এক বিশ্ব মনের ইচ্ছা
না ধাবিত অনন্ত স্রোতে।