যাকিছু হৃদয় বলতে চায়
রয়ে যায় কেবল মনে মনে,
যাকিছু চাইনা বলতে কারেও
শুধু সেকথা রয়না গোপনে।
ভূল ফুটে ওঠে আঁখির সামনে
সত্য রয়ে যায় আধার গোপনে
রবির আলো মুছায় বাহিরের কালো
সেতো পারেনা যেতে মনের কোনে।
দেখছি যা চোখের আলোয় ভূধরে
যদি বল ভুল তাকিন্তু মিথা কিছু নয়
ভুলের চাদরে সত্য সদা ঢাকা পরে
জ্যোতির পেছনে থাকে সত্য জ্যোতিরময়।