মানুষ ভাসা কাঠের মতো
     ভেসে চলে চিরন্তন
              জীবন নদে ,
গন্তব্য জানা আছে তানয়
     সবাই চলে তাই চলা
            অনুছন্দ পদে।
কেন এসেছি কোথায় যাবো
     কোন পথ জীবনে চলার
            কিসে পরমার্থ ,
সময় আছে কি একটু ভাবার
       ভয় সুধু পিছিয়ে পরার
          বালাই অর্থঅনর্থ ।
   ভাসতে ভাসতে পৌঁছে যাই
       যেথা হতে এসেছে সবাই   
            সেই অজানার পারে,                 
কেবল চির নিশিম নাম গোত্রহীন
          আদেখা অস্তিত্ব বিহীন
               আজানা অন্ধকারে।