ভালোলাগা নয়তো চোখের দেখা
ভালবাসা  নয়তো মুখের কথা
    মনের মাঝে যে সুর বিরাজে
     সেই সুর যে হৃদয়ে  বাজে ,
                 তার তরে হয় ভালবাসা।
আর যে হৃদয় কিছু চায় না পেতে
শুধু তার সকল কিছু পারে  দিতে
পরখ না করেই পারে বাসতে ভালো
সবাই ভালো তার কাছে এই জগতে,
            নেইকো যার  পাবার আশা।
হঠাৎ যদি কারেও লাগে ভালো
    চিরদিন তা কিন্তু রয়না ভালো  
    ভালো লাগার সুর যদি না মেলে
   হৃদয়ে সে রয়না হয়ে সুখের আলো,
           মিথ্যে আশা হয়ে রয় দুরাশা ।