কেন ভালো লাগে না সুরভিত সন্ধ্যা
কেন বিরহী ব্যাকুল প্রাণ।
কারে চায় মন কোন সে জন
কার লাগি সদা সুখ উচাটন
কোন সাগর পারে দেখেছি তারে
তার লাগি মনের তরী বাহে উজান।
মন আপনি তারে সুখের ভারে
যাহা কিছু আছে হ্রদয় 'পরে
করিতে চাহে দান।।
মনের বনে একলা মনে
ছিলেম খুশি মনে মনে
সুধু আপনারে লয়ে
একলা সুখের তরী বয়ে,
সারা ভুবন ছিল ভরে
সুধু স্বপ্ন সুখের ঘ্রান । '
কে ভেদ করল একলাপুরি
গেল কেমনে অমূল্য ধন চুরি
আমার গোপন হৃদয় প্রাণ।।