ভালো মন্দ বিচারে বুদ্ধির তরোবারে
কলুষ হতে রক্ষা করে,
বিদ্যা বুদ্ধি খুরাধার নমস্য সবার
বুদ্ধিজীবী বলি তারে।
যদি কলুষ হলেও পায়না দেখতে
তপস্বী বেড়ালের মতো ,
যেন দাঁড়িয়ে হাটু জলে মাছের লোভে
বক রাক্ষস যত।
সমাজের ধারে না ধার খুশি শুধু
নিজের সুখ নিয়ে ;
সেই বুদ্ধিজীবী করে ব্যবসা বুদ্ধির
মগজ বন্দক দিয়ে।
অধম জ্ঞানপাপী পতিত সে জ্ঞানী
পথের পতিতার চেয়ে ,
পতিতাতো দেহ বেচে পেটের দায়ে
চোখের জলে নেয়ে ।