চল চঞ্চল হিয়ায় বেজে যায়
     বেদনার বীনা নীরব গোপনে ।
     কত ফোটে ফুল জেগে ওঠে মুকুল
     তটিনীর নাহি বিরাম বহে দুই কুল,  
     ভরে ওঠে বীথি পল্লব কিশলয়ে দূর বনে
     তবু যেন বিরহী কুসুম কাননে কাননে ,
           সব আছে তবু যেন কিছু নেই
          এই ভরা পৃথিবীর আনন্দ গানে ,
              যেন কোন শান্তিহীন অজানা ব্যাথা
            অতৃপ্তির বেদনা লেগে আছে প্রাণে।
       কুসুম পল্লবিত আনন্দ গুঞ্জরিত
          সুবাসিত মধুর বসন্ত বিতানে ,
        যেন বেদনা লুকিয়ে রেখেছে কেবা
     গন্ধ হীন পলাশের সদ্য ফোটা প্রাণে।
              3/4/24