চির তরে নয় কিছু,
কাল যেন ধায় পিছু,
অতিথিশালাতে বাস,
জীবনের কয় মাস।
এজীবনের সঞ্চয়,
দিনে দিনে শেষ হয়,
রয়নাতো বাকি কিছু,
কর্মফল ধায় পিছু;
যেন বায়ুর পাখায়,
ক্ষনিকের সৃষ্ট মেঘ
বৃষ্টি সাথে মিশে যায়;
ফুটে যেন ঝরে যায়
কালডালে ক্ষণফুল,
দিয়ে যায় গন্ধ শুধু
অস্থিত্ব লাগিয়া ব্যাকুল।
   @ singapore bangkok to kopenhagen