মিঠা খেয়ে মধুমেহ হয়
তবু মধু খেতে চাই
যেথায় আপাত সুখ আছে
আসক্তিতে করি তাই ,
মদিরা পানে মাতাল হই
কত ফুর্তি বল সই
পানের আগে মনে থাকেনা
দেহমনের যাতনা
পানাসক্তি ডেকে আনে শুধু
রোগ ব্যাধি বিড়ম্বনা ;
শুধু আসক্তির বিবসতায়
মিটাতে মনের আশ
রাতদিন করি এমনি কাজ
জীবনে আনে সর্বনাশ।
মরু বাহি উটের মতন
কাটাগাছ খুঁজিয়া যতন
কাটাঘাতে হোকনা রোদন
নিজ রুধীরে করি ভোজন।