ক্ষুদ্র অতি সামান্য- অতি নগন্য
বিশ্ব জগৎ অনন্য অসীম সিন্ধু,
ওই সূর্য চন্দ্র আকাশ  অপার
তার মাঝে আমি এক ক্ষুদ্র বিন্দু  ।

তবুও খুঁজি অসীম সিন্ধু তলে
সৃষ্টির রহস্য -বাঁচার তরে সম্পদ
নীলাকাশেও খুঁজি নিজ খুদ্র বলে,
নীহারিকা তারারমালা ছায়াপথ |

অসীম তুমি দিয়েছে যেন ধরা
তোমার   সসীম সৃষ্টির রাজে-
অতি ক্ষুদ্র, আমির মাঝেও তাই
তোমাকে জানার ইচ্ছা জাগে ;

ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর মাঝেও তাই
তোমার অসীম শক্তি বিরাজে ,
সৃষ্টির রন্ধ্রে রন্ধ্রে অসীম তাই
জীবন সুখের স্পন্দন জাগে |

ক্ষুদ্র কুসুম করে  মুগ্ধ সবারে
রূপ সৌন্দর্য আর মধুর সৌরভে
রবির রশ্মি বিকীর্ণ ধরণী পরে  
শ্রদ্ধাবনত  শির সবার অনুভবে।'
  
এই অসীম বিশ্ব যার নাই শেষ
ভাবনার পরেও ব্যাপ্তি অশেষ  
নিয়মনিবদ্ধ তবুও প্রিতিটি বিন্দু
অণুকণা আকাশ বাতাস সিন্ধু।

হৃদয়ে যার  তোমার প্রেম জাগে
তোমার সৃষ্টি তারে সুন্দর  লাগে
সপরিবেশ উঠতে চায়  বেড়ে
জীবনানন্দে তব আশীষ মাগে;

চরমে পরম ব্যাপ্তি অনন্ত স্নেহ
তব নামে  প্রেম, বৃদ্বির মোহ
নাই মৃত্যু নাই বেদনার লেশ
তব সংখ্যায়নি শক্তি  অশেষ  ।

তোমার নামেই রয়েছে বৃদ্ধি  
তোমার নামের মাঝেই  ঋদ্ধি
অনন্ত সৃষ্টি করে আছ আলিঙ্গন
ব্রম্যান্ড সৃষ্টি নাদে বৃদ্ধির স্পন্দন।