জনমে জনমে মেটেনা মনের সাধ
শুধু রয়ে যায় মনে ব্যাথা হয়ে আশা,
তবু থাকে মনে চির প্রিয় হয়ে
মুছায়ে হৃদয়ের নব নব নিরাশা।
অনিমেষ ছুটে চলে জীবনের তরী
চলনশীল জীবন যে এই ভুবন 'পরি,
খুঁজি নব পথ মেটাতে মনের পিয়াসা
হোকনা কঠিন হোকনা যতই দুরাশা।
বড়ো সাধ করে কত বার বার
দিনে দিনে করি কত খেয়া পার ,
ভেবে ভেবে মনে কত মধুর আশা
ডুবলেও তরী এলেও নব নব নিরাশা ।
এই ধূসর শুস্ক কঠিন ভূধরে
কারো আশা মেটেকি একেবারে,
তবু চির প্রিয় হয়ে থাকে কুহোকিনি আশা
মুছায়ে বেদনা হৃদয়ের পুঞ্জ পুঞ্জ নিরাশা।