পৃথিবী দখল করছে দিকে দিকে  
            ক্ষমতা অর্থ কামনা লোলুপ
আপামর আসহায় ব্যস্ত সব
     খিদে মেটাতে ডুবে আঁধারের কূপ,  
                  খুঁজে পায়না আলোর রেখা।
তুমি আমি সব যতটুকু বুঝি
         একটু বিবেকের জানলা খুলে,
'যদিও বুদ্ধির বদমাসি আজ
         পয়সা সুনাম দুইয়ের মুলে'  
                       সবকিছু যায় ভালো দেখা।
এই  অন্নময় পৃথিবীতে
       সব আপামর  বাঁচার তরে
কত কষ্ট করে আজীবন ধরে
        লোলুপ তার শ্রমের অর্থ নেয় ভরে,
                    তবু নদী বয় কুলু কুলু স্রোতে।
আপামর বাধ্য তাদেরই মানতে নেতা  
               যেমন কেনা বলদ উপায়হীন
ঘাসের মাঠ যে তাদেরই অধীন
শেষে কাঁধে নিয়ে যায় হাটে একদিন ,
                             নিজেই জবাই হতে ।