শুন্য থেকে শুরু মোর
     পূর্ণ হওয়ার পথে  
প্রয়াস আমার যত সব
     থাকুক নিত্য সাথে ।
  ভেবেছিনু চলার পথ বুঝি
     কোথাও হবে শেষ ,
বুঝিয়ে দিলে অন্ত নেই তার
   চলবে অন্তহীন অশেষ ।
শুধু রইবে পরে চিহ্ন হয়ে তার
মনের মালা পথের মাঝে মাঝে  
সকল কাজে প্রিয় তোমার পরশ
থাকবে আমার দিনের কর্মকাজে ।