শাসক যখন শোষক হয়ে
লোল জিহ্বা বাড়িয়ে দেয়
তার অত্যাচারের ক্ষত চিহ্ন
শাসন শরীরে নিত্য বয় ;
জনগণের ভগবান তখন কিন্তু
সেই শাসককেই গুড়িয়ে দেয়।
সুখ শান্তি আর জীবন বৃদ্ধির
সকল রঙিন আশা নিয়ে
মানুষ যাদের বসায় সিংহাসনে
শাসকের সম্মান দিয়ে ;
সেই সম্মানের করলে অপবাদ
নিশ্চিত তার হবেই নিপাত।
থাকুক যতই শক্তি শোষকের
অন্যায়কারী অজেয় নয়
জনগণের ঘৃনাতেই কিন্তু তার
সর্ব শক্তি হবে ক্ষয় ;
জাগ্রত জনশক্তির পদতলায়
সোনার সিংহাসন লুটাবে ধুলায় ।
শাসক কখনো শোষক হয়ে
করেনা শাসন এই দুনিয়ায়
শাসনের নামে অত্যাচার অনাচার
দুরাচারিরাই করতে চায় ;
সর্ব শক্তি দিয়ে করে পদানত
আনতে হবে জনগণের সুজয়।