জনম জনম গেলো প্রিয়
    তব পথ চাহি একা
এ জনমে তবে হবেকি শেষে
  তোমার সাথে হবে দেখা।
কত যে আছে বলিতে তোমায়
  হৃদয় ভরিয়া কত গাঁথা
যুগ যুগান্তরেও হবেকি শেষ
    মম অনন্ত প্রেম কথা।
অন্তহীন বিরহ শুরু সেই কবে
মম সৃষ্টি যবে তোমা হতে
সেই কবে শুরু পথ চলা একা
  তব অনন্ত ইচ্ছা স্রোতে।
কোন সে সুখ ছিন্নমূল হয়ে  
    বলো মোর জীবন রেখা
পত্র পুষ্প বাঁচে কি বিরহ সয়ে
   যদি  ছিন্ন হয় শাখা?
বহিয়া চলেছি জনম জনম
    একেলা সহিয়া হেথা
কবে আসিবে সেদিন, হবে মলিন,
     অমর বিরহ ব্যথা।