দেখ আমি বাঁচতে চাই
    যা কিছুই করিনা কেন
ভালো মন্দ ন্যায় অন্যায় ,
    আমার অন্তরের চাওয়া  
       একান্ত ইচ্ছা বেঁচে থাকাটাই।
আনন্দ কাকে বলে জানো ?
    বেঁচে থাকার ইচ্ছাটাই  কিন্তু,
আনন্দ পেতে চাওয়ার বহিঃপ্রকাশ ;
   কিন্তু বাসনা যেন সর্প রসনা  
আমাকে  টেনে নিয়ে যায়,
     ফিরে ফিরে মৃত্যুর পথপাশ,
আনন্দ খুঁজতে হারিয়ে যাই
অলীক অসীম শক্তি নেশা লাগে ,
পৃথিবীকে খান খান করে দিতে চাই
    মদে মত্ত মস্তিষ্কে কম্পিত হাতে,
কিন্তু যার 'পরে দাঁড়িয়ে আছি ,
  অবজ্ঞা ভরে অলীক শক্তিধর হয়ে যাই
     মরণের দিকে অজান্তে হাত বাড়াই ।