আঁখির জল মোছায় কেবল রূপেরই কাজল ,        
যতই মোছো দিবা  নিশি ওই চোখেরই জল,
মিটায় নারে মনের কাজল,
ব্যাথার ঘায়ে হোকনা সজল ,
যতই আঁখিতল,তবু মনের অনল হয়না যে শীতল।
গহীন মনের পাখিরে   বলনা মোরে বল
কেন কালো চোখে আছেরে এত গভীর জল
শুকনা মনে জোয়ার আসে
বিনা মেঘে  বাদল   ভাসে
সুখে দুঃখে দুইকুলেতেই উথলে কেন আসে এতো জল?