আমার চাওয়া আমার কাছেই
                      ফিরে আসে,
আনন্দ নয়কো  সলিল হয়েই
                       চোখে ভাসে।  
আমার চাওয়া হোকনা অলীক  
                       মিথ্যে হোক
মিটিয়ে, দূর করোগো আমার
                        দুঃখ শোক।
কেন চাইযে পাইনে যেসব
                      মনের মাঝে
আকুলি বিকুলি কতযে  করে
                    সকাল সাঝে।
দিনে রাতে কত ফুল ফোটে
                  কত ফুল ঝরে
কত ফুল যে শুকিয়ে যায়
                     অনা দরে ,
ফুলের মতোই চাওয়া গুলি
                  যাক না ঝরে
চাঁদের আলোর মতো যাকনা মুছে  
                  মেঘের পারে।