লাল রঙের রক্ত গোলাপ দিয়ে
রাঙিয়ে দিয়েছিলাম ভালোবাসা,
হৃদয়ের মধ্যে দিয়ে মিশে গিয়ে
সেই রং লেগেছিলো রক্ত বিন্দুতে ;
কিন্তু সবুজ দিয়ে ফিরিয়ে দিলে
জানিনা প্রবল উচ্ছলতার সাথে মিলে,
কোথায় ছিল দৈন্যতা ,জোয়ার জলে
ভাটা পরে গেলো হৃদয়ের সিন্ধুতে।
জীবনটাতো খুব ছোট হয়তো আর-
কোনোদিন আসবেনা সেই সুদিন ,
যদি কখনো মনে হয় সত্যি, তোমায়-
আমি বেসেছিলেম ভালো- কোনোদিন ;
এইখানে ফিরে এলে দেখবে তুচ্ছ ক্ষুদ্র-
জীবনের বাগান বাড়িতে সুধু যন্ত্রনা সয়ে
বুকের পাঁজরের টবে ,গোলাপি হৃদয়-
কেমন অপূর্ব ফুল ফুটিয়েছে- গাছ হয়ে ,
মধুর লোভে পাগলের মত মন ভ্রমর-
গুন্ গুন্ রবে আসছে ছুটে- বার বার,
ফুল গুলো সব কিন্তু সদ্য সতেজ দুর্বার-
সকাল সন্ধ্যা নেই কোনো তাড়া ঝরে পড়ার ;
আর ফুলের গন্ধ বাতাসে ছড়াবে কৌতূকের হাসি
আঁধারে কেউ ডেকে বলবে তোমায় ভালোবাসি।