আজ স্থানের দূরত্ব ঘুচে গেছে
পৃথিবীর যেথায় যাওনা কেন দূরে বা কাছে
রাইবেনা দূরে ;
শুধু হাতে চাই এক মুঠোফোন
আর পয়সার নেট কানেক্শন
ঘরে বসেই আস দুনিয়া ঘুরে।
সবার সাথে সদা হচ্ছে কথা
মেসেজ চালাচালি দুঃখ ব্যাথা
লাইভএ মুখ দেখা ;
এরোপ্লেনে বসে কিংবা বাসে বা ট্রেনে
যেখানেই থাকোনা কেন মুঠফোনে
যোগাযোগ সদা।
গৃহিনী কখনো হয় উদাস এসেছে সুবাতাস
নতুন বন্ধু ফেসবুকের এগ্রেসিভ দারুন সুভাষ
মাছভাজা গেলো পুড়ে ;
কিশোরী বন্ধুদের নেটগ্রুপে হয়েছে ঝগড়া
সারাদিন কাটে একে অপরকে দিয়ে ব্যাগড়া
সবাই ব্যস্ত পৃথিবী জুড়ে।
সব্বাই বন্ধু স্বজন যত আছে প্রিয়জন
পিতামাতা ভাই বোন গুরুজন
আজ নেটে যুক্ত ;
কিন্তু পাশে রয়েছে রক্তের স্বজন যারা
ভুলে যাই ধীরে আসলে আপন যে তারা
সম্পর্ক হচ্ছে মুক্ত।
ভুলে গেছি কানা কানি ঠেলা ঠেলির দিন
চোখা চোখি ফিশ ফিশ কথা ,পলকহীন
চক্ষুযে ফিক্সড আছে স্ক্রিনে ;
পাশে বসেও যায় না কানে পিতার কথা
কিশোর ভীষণ গেমেতে মগণ,দারুন মাথা ব্যথা
নতুন গেম কিনে।
আমরা সবাই এতো ব্যস্ত যে ভাই
ঠিক ভাবে ঘুমোনোর সময় টুকুও নাই
মুঠোফোন হাতে ;
এতো ব্যাস্ততার ফল আশাহত বিফল
কল্পনার কল আমরা যুক্ত ভার্চুয়াল
ছবির সাথে ;
বাগিচাতে নাদেখা ফুল বাতাসে হারায় গন্ধ
ভার্চুয়াল গোলাপে মেতে আছি তাই নিরানন্দ
সবটাই যেন ভুল ;
কোথায় আনন্দ কোথায় তৃপ্তি হৃদয় হয়েছে ভগ্ন
নিদ্রাহীন রাতে মেলাংকোলি রোগে হয়ে মগ্ন
ছিরি নিজেরই চুল।
এমনি উন্নতি চেয়েছে কি আমরা সবাই
আনন্দের সব আছে কিন্তু প্রকৃত সুখ নাই
উষর জীবনপথে ;
সারাদিন কথা বলে আকাশের সাথে
শুন্য হাতে ফিরে অতৃপ্তির বেদনাতে
বিফল মনোরথে।
আমিতো পেয়েছি বিষম ভয় মনেতে
বাস্তব ভুলে বাস করবোকি শুধু কল্পনাতে
এই কি উন্নত জীবন ?
মাটির গাছ পালা জল মেঠো ফল
দেয় নি কি পুষ্টি করেনি কি জীবন সফল
ছিলোনা যখন ইন্টারনেটের অফুরন্ত ধন?