মন মানেনা হেরে যাই

আবেগের কাছে বার বার,

   তাইতো যুক্তি দিয়ে শুধু

জীবন চলেনা ধরার ;

   যুক্তির পথ বড়োই কঠিন

কাউকে চেনেনা কোনোদিন ,

শুধু বলে ঠিক আর বেঠিক

কিন্তু আবেগ আরো কঠিন।

আবেগ তাকেই বেছে নেয়

যার তরে হৃদয় দুর্বল হয়,

   শুধু যাকে লাগে ভালো

হোকনা মন্দ হোকনা কঠিন।

তাইতো ফুল দেখে

        হৃদয় গলে গেলেই

ক্ষত বিক্ষত হয় দেহ

        তবু ফুল তুলে নেই।