এই টঙ দীঘির নেশাতুর অবকুণ্ঠিত রাত
ঘরকুনো স্বভাব ভেঙে দিয়ে আমার আশ্রয়
নির্মল শীতল হাওয়ায় উটকো বৃষ্টিপাত।
বাঁশের পাটাতনে বসার খেয়াল
আমি জন্মে ত্রিপুষ্করিত দেয়াল।
আটকে গেছি “প্রিয়”–এর গড়া এক মৃত্যু ফাঁদে,
প্রচ্যুত উষ্ণ জোসনায়,
বিলীন রাঁইয়ের রোশনায়,
দূর আকাশের ওই ফ্যালফেলে চাঁদে।