বসন্তী তার অস্তিত্ব খোঁজেনি
মানিয়ে নিয়েছে বিবর্তনের সাথেই ।
কোকিলরাও গলা ছেড়ে গাওয়া ছেড়েছে
অভিমানী কৃৃষ্ণচূড়ারা সাজেনি আজ রাতেও।
কোলাহলময় তৃষ্ণাতুর চোখে বোকামি ভাব
অপ্রাপ্ত সরল ভালবাসায় বসন্তীর মনস্তাপ।
এঁটো ফুলেল শাড়ীভাষা বসন্তীর মন ভিজায়নি,
তবুও চেষ্টায় ত্রুটিহীন বসন্তী শতাব্দীর হাল ছাড়েনি।
অনেকটা ছুটতে ছুটতেই বিলিয়েছে স্বসত্বাগুলো